তারেক রহমান দেশে না আসা পর্যন্ত রাজপথে থাকবো: মশিউর রহমান রনি

 

সম্রাট সিকদার :


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন। শনিবার বিকেলে এনায়েতনগর ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক কর্মসূচিতে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পঞ্চবটীতে লিফলেট বিতরণ করেন।


গণসংযোগকালে মশিউর রহমান রনি তার বক্তব্যে দলের প্রতি অবিচল আস্থা ও তারেক রহমানের প্রতি গভীর আনুগত্য প্রকাশ করেন। তিনি বলেন, “তারেক রহমান দেশে না আসা পর্যন্ত রাজপথে থাকবো এবং ধানের শীষের প্রতীকের জন্য কাজ করে যাবো। শরীরের শিরায় শিরায় যেমন রক্ত, তেমন আমরা তারেক রহমানের ভক্ত। শিরায় শিরায় রক্ত, আমরা ধানের শীষের বক্ত। আমরা ধানের শীষ ছাড়া কিছুই বুঝি না।”


ফতুল্লাবাসীকে উদ্দেশ্য করে রনি বলেন, “এই ফতুল্লাবাসী ধানের শীষকে ভালোবাসে। ধানের শীষকে ভালোবাসার কারণে অনেকে গুম-খুন হয়েছেন, মামলার শিকার হয়েছেন। আমি দীর্ঘ ১৭ বছর আপনাদের পাশে ছিলাম, দলের জন্য কাজ করেছি, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত ছিলাম এবং এখনো আছি।” তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “আমার নেতা তারেক রহমান যদি বলেন যে দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে, আমি সেটা করার জন্য প্রস্তুত আছি। আর কেউ কি প্রস্তুত ছিল?”


অনেক নেতার আসা-যাওয়ার প্রসঙ্গে রনি বলেন, “অনেকে এসেছিলেন, অনেকে চলে গিয়েছিলেন। অনেকে আবার এসেছেন, কিন্তু আমরা কি গেছি? যাওয়া-আসার ভিতরে ছিলাম না। আমরা ছিলাম কোথায়? জেলে গিয়েছি, জেল থেকে বেরিয়ে এসে আবার রাজপথে ছিলাম। তাহলে আমরা কি করেছি? জেলে গিয়েছি, জেল থেকে বেরিয়ে রাজপথে ছিলাম, তাহলে কি করা উচিত এখন আমাদের?”


তিনি আরও জোর দিয়ে বলেন, “যারা রাজপথে থাকবেন, যারা জেলে থাকবেন, তারাই রাজনীতি করবেন। কারণ যারা রাজনীতি করেন, তারা জেলকে ভয় পায় না। তারা মৃত্যুকে আলিঙ্গন করে রাজপথে নামার জন্য সবসময় প্রস্তুত থাকে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে সবসময় নিজের জীবন বাজি রেখে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থেকেছিলাম।”


আবেগের সঙ্গে রনি ঘোষণা করেন, “আজকে একটি কথা বলতে চাই, আজকেও ধানের শীষের জন্য যদি জীবন দিতে হয়, সেটা আমিও দেব। ধানের শীষ নেওয়ার জন্য যদি জীবন দিতে হয়, সেটা আমি দেব। তাই আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং ফতুল্লাবাসীকে অনুরোধ করবো ধানের শীষের জন্য প্রস্তুত থাকার জন্য।”


তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “ধানের শীষ আমরা কাউকে নিতে দিবো না। ধানের শীষ আমাদের কাছেই থাকবে। আমরা শীষে ভোট দেব। শীষের জন্য যেমন করে নিজের হাত হারিয়েছি, চোখ হারিয়েছি, অনেকে পা হারিয়েছে, ঠিক ততভাবে ধানের শীষকে আমরা জয়যুক্ত করে নেত্রী বেগম খালেদা জিয়া ও একমাত্র সন্তান আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামত করবো।”


কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এস এম আলমগীর, মোঃ আজাদ, মোঃ জাহাঙ্গীর, জিলানী, মোঃ কায়েস আহমেদ পল্লব, মেহেদী হাসান দোলন, জুম্মন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url