চাঁদপুরে ভিমরুলের কামড়ে ১ জনের মৃত্যু, স্ত্রী-মেয়ে ও মেয়ের জামাইসহ আহত ৩



চাঁদপুরে ভিমরুলের কামড়ে ১ জনের মৃত্যু, স্ত্রী-মেয়ে ও মেয়ের জামাইসহ আহত ৩

মেরাজ উদ্দিন শুভ :

চাঁদপুরের মতলব উত্তরে ভিমরুলের কামড়ে মো. সালামত উল্ল্যাহ মিয়াজী (৬০) মারা যান। তার স্ত্রী সেলিনা বেগম, তার মেয়ে শেফালী আক্তার ও মেয়ের জামাইসহ একই পরিবারের তিনজনকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মোঃ মানিক হোসেন।

শনিবার (১৯ এপ্রিল) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। উল্লেখ্য, মতলব উত্তর উপজেলার আলোর সন্ধান সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক ছিলেন সালামত উল্ল্যাহ মিয়াজী। ইউপি সদস্য মানিক হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তার মেয়ে শিউলী আক্তার ও মেয়ের জামাই ঘটনাস্থলে ছুটে যান। তাদেরকেও ভীমরুল কামড়ে আহত করে। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ঢাকার বারডেম হাসপাতালে পাঠানো হয়। সেখানে সালামত উল্লাহ মিয়াযীর মৃত্যু হয়েছে।

গেল ১৮ এপ্রিল শুক্রবার দুপুরে সালামত উল্ল্যাহ মিয়াজী এবং তাঁর স্ত্রী সেলিনা বেগম (৫২) দক্ষিণ দূর্গাপুর থেকে মেয়ের জামাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ঘাসিরচর ঘোষ বাড়ির কাছ দিয়ে যাবার পথে হঠাৎ ভিমরুল তাদের উপর আক্রমণ করে। পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তাদের অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বারডেম হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক জানান, রাতে জানতে পারেন ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু আর তিনজন হাসপাতালে ভর্তি রয়েছে ।

ভিডিও লিংক : 

https://www.facebook.com/chandpurtvbd/videos/604655592591184/?mibextid=rS40aB7S9Ucbxw6v

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url