৪৮ ঘণ্টা পূর্তির আগেই ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের আহ্বান
![]() |
| বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোবিন |
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চাঁদপুর–২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা) নির্বাচনী এলাকার সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মোবিন দলীয় নেতাকর্মীদের প্রতি আইন ও কেন্দ্রীয় নির্দেশনা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন। তিনি নির্ধারিত সময়সীমার মধ্যেই সকল ফেস্টুন ও বিলবোর্ড অপসারণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
শনিবার এক বিবৃতিতে ডা. আব্দুল মোবিন বলেন, আর মাত্র কয়েক ঘণ্টা বাকি—৪৮ ঘণ্টা পূর্ণ হতে যাচ্ছে। এই সময়ের মধ্যেই যার যার এলাকায় স্থাপিত সকল ফেস্টুন ও বিলবোর্ড দ্রুত ও সুশৃঙ্খলভাবে সরিয়ে ফেলতে হবে। আইন লঙ্ঘনের কোনো সুযোগ নেই। এ বিষয়ে ইউনিয়ন জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের কঠোর ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় আইন ও সাংবিধানিক বিধি-বিধান মেনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় বিশ্বাসী। কেন্দ্রীয় নির্দেশনার প্রতি আনুগত্য এবং আইনানুগ আচরণই আমাদের রাজনৈতিক শিষ্টাচার ও আদর্শের প্রতিফলন।
ডা. আব্দুল মোবিন আশা প্রকাশ করে বলেন, জামায়াতে ইসলামীর কর্মীরা অতীতের মতো এবারও শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও সচেতনতার পরিচয় দেবেন। আইন মেনে চলার মধ্য দিয়েই জনগণের কাছে দলের ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে।
উল্লেখ্য, চাঁদপুর–২ নির্বাচনী এলাকায় মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে দলীয় প্রচারণামূলক ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করা হয়। নির্ধারিত সময়সীমা শেষে এসব অপসারণের নির্দেশনা বাস্তবায়নে মাঠপর্যায়ে দলীয় নেতাকর্মীরা তৎপরতা শুরু করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
![]() |
| <ফটো কার্ড> |


অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url