মতলব উত্তরে কারা নির্যাতিত ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা

 

সম্রাট সিকদার :


চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা, গায়েবি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। মামলাটি প্রত্যাহারের দাবিতে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

মামলার আসামি আরিফুল ইসলাম বাবু গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তার দাবি, তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন ও সাংগঠনিকভাবে দুর্বল করতেই এ মামলা দেওয়া হয়েছে।


সোমবার বিকেলে উপজেলার ছেংগারচর-মতলব সড়কে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “ছাত্রদল সবসময় অন্যায় ও দমন-পীড়নের বিরুদ্ধে রাজপথে ছিল, আছে, থাকবে। কিন্তু পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে আমাদের ত্যাগী নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য চরম হুমকি।”

বক্তারা আরও বলেন, “অবিলম্বে এই সাজানো মামলা প্রত্যাহার না করা হলে মতলব উত্তর থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। কোনো হামলা-মামলাই কারা নির্যাতিত ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বাবু'কে দমাতে পারবে না।”


অভিযোগ রয়েছে, ১১নং পশ্চিম ফতেহপুর ইউনিয়নের ফৈলাকান্দী গ্রামের মামলার ঘটনার সময় অভিযুক্ত ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বাবু ঘটনাস্থলে ছিলেন না। তার বাড়ী গজরা ইউনিয়নের কাশিম-নগর গ্রামে। তার বাড়ী থেকে মামলার ঘটনা যেখানে দেখানো হয়েছে ৮কিলোমিটার দূরত্ব। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, ফৈলাকান্দীর মামলায় যে ঘটনা উল্লেখ্য করা হয়েছে সে সময় আরিফুল ইসলাম বাবু নিজ বাড়ীতেই ছিলেন, যাহা বাড়ীর সিসি ক্যামেরার ফুটেছে পর্যবেক্ষণ করলেই দেখা যাবে।


এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বাবু বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার কারনে আমার বিরুদ্ধে বেশ কয়েকটি রাজনৈতিক মামলা দেওয়া হয়েছিলো। আমি দীর্ঘ দিন কারাভোগ করে জালিমের কারাগার থেকে বের হই। বিএনপির রাজনীতির সাথে জড়িত হওয়ার কারনে এখনো প্রতিমাসে আদালতের বারান্দায় হাজির হতে হয়। ফৈলাকান্দীর যে মামলায় আমাকে আসামি করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। 


“আমি সম্পূর্ণ নির্দোষ। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই আমার বিরুদ্ধে এ মামলা দেওয়া হয়েছে। আমি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

অন্যদিকে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, প্রাপ্ত লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়ম অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url