চাঁদপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বীদের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানালেন জামায়াত প্রার্থী ডা. মোবিন
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা ডা. মোহাম্মদ আবদুল মোবিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানিয়েছেন।
নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন—
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, চাঁদপুর-২ আসনের সকল দলের প্রতিদ্বন্দ্বীরাই দেশপ্রেমিক এবং মতলবের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে ভালোবাসেন। তাই আমি শুধু আমার কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরার চেষ্টা করছি।
কাদা ছোড়াছুড়ি বন্ধ রাখি— জনগণ যেন পছন্দের মানুষটিকেই বেছে নিতে পারে।
সকলের জানমাল নিরাপদ থাকুক। প্রতিদ্বন্দ্বী সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আল্লাহ ভরসা।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডা. মোবিনের এই ইতিবাচক বার্তা নির্বাচনী পরিবেশে ভদ্রতা ও পারস্পরিক সম্মানের দৃষ্টান্ত স্থাপন করবে।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url