ফরিদগঞ্জে শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার বর্ডার বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৭ কেজি গাঁজা ও ৪২ পিস ইয়াবাসহ মো. পলাশ (২৬) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত পলাশ পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরপাতা গ্রামের মনতাজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ফরিদগঞ্জ ও আশপাশের বিভিন্ন থানায় মাদক, চুরি ও ছিনতাইসহ মোট ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, অভিযানে ৭ কেজি গাঁজা ও ৪২ পিস ইয়াবাসহ পলাশকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, আটক পলাশ দীর্ঘদিন ধরে ফরিদগঞ্জ ও আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। স্থানীয়দের সহযোগিতায় যৌথবাহিনীর এ সফল অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়ে এনেছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url