মতলব উত্তরে টলী-অটো মূখোমূখী সংঘর্ষ আহত ০২

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপাথালিয়া নাবিলা ব্রিকস ফিল্ড নামক স্থানের বেড়ীবাঁধ সড়কে টলী-অটোবাইক মূখো-মূখি সংঘর্ষে ০২ জন গুরুতর আহত। আহত ০২জন কে স্থানীয়দের সহযোগিতায় রাহাত নামে এক অটো চালক মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা বেগতিক দেখে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করেন। অটো চালক শরীফ (২২) পিতাঃ মৃত আইয়ুব আলী গ্রাম দূর্গাপর মতলব উত্তর, চাঁদপুর। তার পায়ের রগ ছিরে গেছে বলে জানান স্থানীয়রা। আহত অপরজন যাত্রী নাম পূর্নিমা রানী গ্রাম মতলব পৌরসভার বাইশপুর গ্রাম। তার অবস্থা গুরুতর, তার চোখে মারাত্মক ভাবে আঘাত লেগেছে বলে হাসপাতাল এবং স্থানীয় লোকজন জানান। সরজমিনে জানা যায়, ১৩ সেপ্টেম্বার শনিবার দুপুর ১২টার সময় অটোচালক শরীফ উপজেলার দূর্গাপুর থেকে দু,জন মহিলা যাত্রী নিয়ে মতলবের দিকে যাওয়ার সময় চরপাথালিয়া নামক স্থানে বেড়ীবাঁধ সড়কে বিপরীত দিক থেকে আসা একটি টলী গাড়ী তার রাইট সাইট ক্রসিং করে তার উল্লা দিক এসে অটো বাইকের মূখো মূখি সংঘর্ষ হলে যাত্রী সহ অটো বাইক খাদে পড়ে যায়। এতে অটো চালক শরীফ ও যাত্রী পূর্নিমা রানী বয়স আনুমানিক ( ৬৫) , তাদের কে চরপাথালিয়া এলাকার শুকুর আলী, মেহেদী, মোঃ বাচ্চু মিয়া প্রধান, রাহাত, দূর্গাপর গ্রামের জাকির হোসেন ও স্থানীয় ইউপি সদস্য গৌরাঙ্গ সকলে আহতদের হাসপাতালে পাঠান। টলী গাড়ীর চালক পলাতক বলে স্থানীয় লোকজন জানান। টলী গাড়ী স্থানীয় ইউপি সদস্য গৌরাঙ্গ, শুকুর আলী ও জাকির হোসেনের হেফাজতে রাখা হয় বলে জানান। এ ব্যাপারে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক ব্যবস্থা নিবেন বলে জানান।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url