মতলব উত্তরে প্রবাসীর মালামাল সহ মাইক্রোবাস পুড়ে ছাই

গোলাম নবী খোকনঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপাথালীয়া নামক স্থানের বেড়ীবাঁধ সড়কের উপর মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে প্রবাসীর মালামাল সহ মাইক্রো আগুনে পুড়ে ছাই। ঘটনাটি ঘটছে ১২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ ঘটিকায়। সরজমিন রিপোর্টে জানা যায়, ঢাকা এয়ারপোর্ট থেকে প্রবাসীর মালামাল সহ ৫/৬ জনের যাত্রী নিয়ে চাঁদপুর গামী একটি মাইক্রোবাস মতলব উত্তর উপজেলার সুতানাবাদ ইউনিয়নের চরপাথালিয়া নামক স্থানের বেড়ীবাঁধ সড়কের উপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে প্রবাসীর মালামাল সহ মাইক্রোবাস সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে প্রবাসী ও তার সাথে থাকা শিশু সহ ৫/৬ জন যাত্রী আল্লাহর অশেষ মেহেরবানিতে বেচে যায়। আগুন লাগার কারন হিসেবে জানা যায়, চরপাথালিয়া নামক স্থানে বেড়ীবাঁধের উপর দিয়ে পাইপ বসিয়ে অবৈধ ভাবে বালি নিচ্ছে কে বা কাহারা। প্রবাসী যাত্রীর পূর্বে একটি নোয়া গাড়ি যাত্রী নিয়ে যাচ্ছিলো, সড়কের উপর পাইপ পার হয়ে ধীরে ধীরে নোয়া গাড়ি এগুচ্ছে এ সময় পেছন থেকে প্রবাসী যাত্রী বাহী মাইক্রবাস সামনের গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয় প্রবাসীর গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে করে প্রবাসীর মালামাল সহ মাইক্রো বাস পুড়ে ছাই হয়ে যায়। ড্রাইভার গাড়ি থেকে বের হয়ে প্রবাসীকে সহ অন্যান্য যাত্রীদের উদ্ধার করেন। এঘটনা শুনে পথ চারি, স্থানীয় লোকজন জড়ো হয়ে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর পর মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা জানান প্রবাসী যাত্রী সহ সকল যাত্রী বেঁচে যায়। প্রবাসী কে কোথাকার কেহই বলতে পারছেনা। তবে মতলব উত্তর ফায়ার সার্ভিসের প্রতিনিধি এ প্রতিনিধি কে মুঠো ফোনে জানান ড্রাইভার এর নাম আজাদ। এর মোবাইল ফোন নাম্বার দেওয়া হলেও এটি বন্ধ পাওয়া যায়। এ ছাড়া আর কিছু জানা যায়নি। এখন পুড়ে যাওয়া গাড়িটি বেড়ীবাঁধ সড়কের উপর দাড়িয়ে আছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url