মতলব উত্তরে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার
মতলব উত্তরে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার
গোলাম নবী খোকনঃ
মতলব উত্তরে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ ১টি সক্রিয় বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। মতলব উত্তর থানা পুলিশ এ ম্যাগাজিন ও বিদেশি পিস্তল উদ্ধার করেন।
জানা যায়,শনিবার (২৬এপ্রিল) মতলব উত্তর থানায় এসআই (নিঃ) মোঃ জাফর আহমেদ, এএসআই(নিঃ) মোঃ রবিউল হোসেন সংগীয় ফোর্সসহ রাত্রীকালিন টহল ডিউটির করাকালীন সময় রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাদুল্লাহপুর ইউপির বেড়িবাঁধ সড়ক সংলগ্ন নয়াকান্দি ব্রীজের গোড়ায় ঝোপঝাড়ের ভিতরে প্লাস্টিকের ব্যাগে রক্ষিত ম্যাগাজিনসহ ১টি সক্রিয় বিদেশী পিস্তল উদ্ধার করে। যাহার গায়ে ইংরেজিতে পিস্তল ইন্ডিয়া লেখা ছিল। পরে জব্দ করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো.রবিউল হক বলেন, ম্যাগাজিন ও সক্রিয় পিস্তল উদ্ধার করা হয়েছে। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।