মতলব উত্তরের বিভিন্ন স্থানে জামায়াতের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত
মতলব উত্তরের বিভিন্ন স্থানে জামায়াতের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত
দেওয়ান মুরাদুজ্জামান:
মতলব উত্তর প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে জামায়তের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ২ মে শুক্রবার সকালে নিশ্চিন্তপুর ও দাসের বাজারে পথসভা করেছেন চাঁদপুর-০২ সংসদীয় আসনে জামায়াত মনোনীত এমপি পদ প্রার্থী ডাক্তার মোহাম্মদ আবদুল মোবিন।
উক্ত পথসভা ও গণসংযোগে ব উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজির, দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, দুর্গাপুর ইউনিয়ন জামাতের সাধারণ সম্পাদক মোহাম্মদ জমির হোসেন, ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ পারভেজ। এছাড়াও মতলব উত্তর উপজেলার জামায়াতের বিভিন্ন শাখার নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।