মতলব উত্তরে বিএনপি নেতার মৃত্যু : জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন 


মতলব উত্তরে বিএনপি নেতার মৃত্যু : জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন 

গোলাম নবী খোকনঃ 

মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ (৫৫) গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। 

শুক্রবার বাদ জুম্মা উপজেলার নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানান নামাজের পূর্বে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় তাবাদীদল বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুহাম্মদ ড.জালাল উদ্দিন, তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র এবং চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা প্রমূখ। 

এসময় আলহাজ্ব মুহাম্মদ ড. জালালউদ্দিন বলেন, বিএনপি একজন ভালো নেতা হারালো, দলের জন্য ছিলেন একজন পরিশ্রমী সংগঠক। এদিকে তানভীর হুদা বলেন, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ আমাদের দলের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি আমার বাবা সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার ঘনিষ্ঠ সহচর ছিলেন। আজীবন ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন এ নেতা।

আমরা তাকে হারিয়ে একজন আদর্শ নেতাকে হারালাম। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

এসময় উপজেলা বিএনপি, ছেংগারচর পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url