ঘাশিরচর সর্বসেবা সংগঠনের এক যুগে পদার্পণ
![]() |
| ঘাশিরচর সর্বসেবা সংগঠনের এক যুগে পদার্পণ |
চাঁদপুরের মতলব উপজেলার ঘাশিরচর সর্বসেবা সংগঠন এক যুগে পদার্পণ করেছে। আত্মমানবতার সেবায় গড়ে ওঠা অরাজনৈতিক এই সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রামের সার্বিক উন্নয়ন ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে।
সংগঠনটি শিক্ষা সহায়তা, মানবিক কার্যক্রম, সামাজিক সচেতনতা বৃদ্ধি, ধর্মীয় ওয়াজ মাহফিল আয়োজনসহ সমাজের নানা কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি ইতোমধ্যে স্থানীয়ভাবে প্রশংসা ও আস্থা অর্জন করেছে।
এক যুগে পদার্পণ উপলক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. কাশেম প্রধান বলেন, মানুষের কল্যাণেই এই সংগঠনের যাত্রা শুরু। কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, মানবতার সেবাই আমাদের একমাত্র লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. সুজন মিয়াজী বলেন, সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় আজ আমরা এই পর্যায়ে পৌঁছেছি। সামনে আরও বিস্তৃত পরিসরে সামাজিক কাজ করার প্রত্যয় রয়েছে।
সকল দাতা, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি সজীব মিয়াজী পিন্টু বলেন, সবার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের শক্তি। ভবিষ্যতেও ঘাশিরচর সর্বসেবা সংগঠন মানবতার সেবায় কাজ করে যাবে।
এক যুগে পদার্পণের এই আনন্দঘন মুহূর্তে সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতেও ঘাশিরচর এলাকার উন্নয়ন ও মানবিক কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
![]() |
| < ফটো কার্ড > |


অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url