মতলবে শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন
গোলাম নবী খোকনঃ
চাঁদপুরের মতলব উত্তরে মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রেহান উদ্দিন মাস্টারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা এবং অপপ্রচার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে।
সোমবার (৩ নভেম্বর) বিকালে উপজেলার দিঘলীপাড় নূরানী হাফেজিয়া মাদ্রাসার মাঠে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধ ও প্রতিবাদ সভায় ইয়াকুব আলী মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মফিজুল ইসলাম, নুরুল আমিন প্রধান, এরফান বেপারী। এসময় উপস্থিত ছিলেন মোঃ ফেরদাউস দর্জি, দুলাল সিপাই, এরফান বেপারী, ইয়াকুব আলী মাষ্টার, শিপন বেপারী সহ অসংখ্য নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন।
প্রতিবাদ সভায় স্হানীরা বলেন, রেহান উদ্দিন মাষ্টারের নামে মিথ্যা মামলা দিয়ে তার সম্মান হানি করছে। ওই মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
তারা আরো বলেন, মিথ্যা মামলার অভিযোগকারী মোঃ আরিফ দর্জী একাধিক চুরির ঘটনায় ধরা পড়েছেন এবং তার বিরুদ্ধে স্থানীয়ভাবে নানা অপকর্মসহ জাগা জমি দখলের অভিযোগ রয়েছে।
জানা যায়, গত ২৬ অক্টোবর সকালে শিক্ষক রেহান উদ্দিন বিদ্যালয়ে যাওয়ার সময় স্থানীয় মোঃ আরিফ দর্জী তার ওপর অশালীন আচরণ ও আক্রমণের চেষ্টা করেন। রেহান উদ্দিন মাস্টার বিষয়টি এড়িয়ে বিদ্যালয়ে চলে যান। কিন্তু পরদিন আরিফ দর্জী থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন,

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url