ছেংগারচরে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রশিবির
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে ছেংগারচর সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের স্বাগত জানায় তারা।
উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাহবুব সরকার, ও সাধারণ সম্পাদক শাহ ইমরানের নেতৃত্বে ক্যাম্পাসের মূল ফটকে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে আন্তরিকভাবে বরণ করেন শিবির নেতৃবৃন্দ। নানা আয়োজনে এসময় কলেজ প্রাঙ্গণ নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।
এসময় তিনটি বিভাগের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা, পরিচিতিসহ উজ্জ্বল ক্যারিয়ার বিকাশে ইসলামী ছাত্রশিবির সর্বদা পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করে। একইসাথে নবীন শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে আদর্শ জীবন গঠনেরও আহ্বান জানায় তারা।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url